১৫টি গুরুত্বপূর্ণ দোয়া (উচ্চারণ ও অর্থ সহ)

ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি মুহূর্তে মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ ইবাদতের পর বিভিন্ন স্বেচ্ছামূলক ইবাদত করে থাকেন। স্বেচ্ছাকৃত ইবাদতের মধ্যে একটি হল বিভিন্ন যিকির। যিকিরের মাধ্যমে মুসলমানরা আল্লাহর স্মরণে নিমগ্ন হয় এবং তাঁর প্রশংসা ও করুণা কামনা করে। নিম্নে তাদের অর্থ সহ কিছু যিকরের দুআ দেওয়া হল:

০১. শয়তান থেকে মুক্তি পাওয়ার দোয়া

আরবি: أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
বাংলা উচ্চারণ: “আউজু বিল্লাহি মিনাশ-শয়তানির-রাজিম”
ইংরেজি উচ্চারণ: “A’oozu billahi minash-shaytaan ir-rajeem”
বাংলা অর্থ: আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই।
ইংরেজি অর্থ: I seek refuge with Allah from the accursed Satan.


০২. আল্লাহর নামে শুরু করার দোয়া

আরবি: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বাংলা উচ্চারণ: “বিসমিল্লাহির রাহমানির রাহীম”
ইংরেজি উচ্চারণ: “Bismillahir Rahmanir Raheem”
বাংলা অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ইংরেজি অর্থ: In the name of Allah, the Most Gracious, the Most Merciful.


০৩. ইহকাল ও পরকালে কল্যাণ আর দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার দোয়া

আরবি: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
বাংলা উচ্চারণ: “রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতন ওয়া ফিল-আখিরাতি হাসানাতান ওয়া কিনা আজাব আন-নার”
ইংরেজি উচ্চারণ: “Rabbana atina fid-dunya hasanatan wa fil-akhirati hasanatan wa qina azab an-naar”
বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
ইংরেজি অর্থ: Our Lord, grant us good in this world and good in the Hereafter, and protect us from the punishment of the Fire.


০৪. মাতা-পিতার জন্য সন্তানের দোয়া

আরবি: رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
বাংলা উচ্চারণ: “রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা”
ইংরেজি উচ্চারণ: “Rabbi irhamhuma kama rabbayani sageera”
বাংলা অর্থ: হে আল্লাহ্, আমার মাতা-পিতার প্রতি তুমি সেইভাবে সদয় হও, যেমন তাঁরা শৈশবে আমাকে স্নেহ ও মমতা দিয়ে লালন-পালন করেছেন।
ইংরেজি অর্থ: My Lord, have mercy upon them as they brought me up [when I was] small.


০৫. ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া

আরবি: رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
বাংলা উচ্চারণ: “রাব্বানা লা তুযীগ কুলুবানা বা’দা ইদয হাদাইতানা ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আন্তাল-ওয়াহহাব”
ইংরেজি উচ্চারণ: “Rabbana la tuzigh quloobana ba’da idz hadaitana wahablana min ladunka rahmatan innaka antal-wahhaab”
বাংলা অর্থ: হে আল্লাহ্, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুণা কর, তুমিই মহান দাতা।
ইংরেজি অর্থ: Our Lord, do not let our hearts deviate after You have guided us, and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.


০৬. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া

আরবি: رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِلَّا تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
বাংলা উচ্চারণ: “রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরীন”
ইংরেজি উচ্চারণ: “Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakoonanna minal khaasireen”
বাংলা অর্থ: হে আল্লাহ্, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে যাব।
ইংরেজি অর্থ: Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers.


০৭. গুনাহ্ মাফের দোয়া

আরবি: رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
বাংলা উচ্চারণ: “রাব্বানা ইগফির লানা ধুনুবানা ওয়া কাফির আন্না সায়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মাআল-আবরার”
ইংরেজি উচ্চারণ: “Rabbana ighfir lana dhunoobana wa kaffir ‘anna sayyi’atina wa tawaffana ma’al-abraar”
বাংলা অর্থ: হে আল্লাহ্, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচার্য দান কর।
ইংরেজি অর্থ: Our Lord, forgive us our sins, remove from us our misdeeds, and take us to Yourself with the righteous.


০৮. স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়া

আরবি: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ: “রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া ধুররিয়্যাতিনা কুররাতা আ’য়্যুনিন ওয়া জালনা লিল-মুত্তাকিনা ইমামা”
ইংরেজি উচ্চারণ: “Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a’ayunin wa jaalna lil-muttaqeena imaama”
বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণকে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।
ইংরেজি অর্থ: Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us an example for the righteous.


০৯. ঈমান ঠিক রাখার আমল

আরবি: يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَىٰ دِينِكَ
বাংলা উচ্চারণ: “ইয়া মুকাল্লিবাল কুলুব, থাব্বিত ক্বলবি আলা দ্বীনিক”
ইংরেজি উচ্চারণ: “Ya Muqallibal quloob, thabbit qalbi ‘ala deenik”
বাংলা অর্থ: হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত কর।
ইংরেজি অর্থ: O Turner of the hearts, make my heart firm upon Your religion.


১০. সন্তানদের প্রতি মাতা-পিতার দোয়া ও মাতা-পিতার জন্য সন্তানদের দোয়া

আরবি: رَبَّنَا اجْعَلْنَا مُقِيمَي الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّاتِنَا رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِوَالِدَيَّ وَالِمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابِ
বাংলা উচ্চারণ: “রাব্বানা আজিলনা মুক্বীমায়ে আস-সালাতি ওয়া মিন দুররিয়াতিনা রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রাব্বানা ইগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লি ওয়ালিদাইয়া ওয়ালিল-মুমিনেনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব”
ইংরেজি উচ্চারণ: “Rabbana ajilna muqeemay as-salati wa min dhurriyyatina rabbana wa taqabbal du’aa, rabbana ighfir li wa li waalidayya wa li waalidayya walil-mu’mineena yawma yaqoomul hisaab”
বাংলা অর্থ: হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরও। হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ, আমাকে, আমার মাতা-পিতাকে এবং সমস্ত ঈমানদারদের ক্ষমা করে দাও, যেদিন হিসাব হবে।
ইংরেজি অর্থ: Our Lord, make us Muslims [in submission] to You and [do the same] for our descendants. Our Lord, and accept our supplication. Our Lord, forgive me and my parents and the believers on the Day the account is established.


১১. নেক সন্তানদের জন্য দোয়া

আরবি: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ: “রাব্বি হাবলি মিনাস-সালিহীন”
ইংরেজি উচ্চারণ: “Rabbi hab li minas-saaliheen”
বাংলা অর্থ: হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।
ইংরেজি অর্থ: My Lord, grant me [a child] from among the righteous.


১২. অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া

আরবি: وَصْلِحْ لِي فِي ذُرِّيَّاتِي إِنِّي تَبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ: “ওয়াসলিহ লি ফি দুররিয়াতে ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনা-এল-মুসলিমীন”
ইংরেজি উচ্চারণ: “Waslih li fee dhurriyyatee inni tubtu ilayka wa inni mina-l-muslimeen”
বাংলা অর্থ: আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, আমি তোমারই দিকে ফিরেছি এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অর্থ: And make me righteous in my offspring. Indeed, I have repented to You, and indeed, I am of the Muslims.


১৩. সকল মুসলমানদের জন্য দোয়া

আরবি: اللهم اغفر لي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ
বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা ইগফির লি ওয়ালিল-মুমিনীন ওয়াল-মুমিনাত ওয়াল-মুসলিমীন ওয়াল-মুসলিমাত”
ইংরেজি উচ্চারণ: “Allahumma ighfir li walil-mu’mineen wal-mu’minaat wal-muslimeen wal-muslimaat”
বাংলা অর্থ: হে আল্লাহ্, আমাকে, সকল ঈমানদার পুরুষ ও মহিলাদের, মুসলমান পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দিন।
ইংরেজি অর্থ: O Allah, forgive me and the believing men and women, and the Muslim men and women.


১৪. কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া

আরবি: رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَىٰ الْقَوْمِ الْكَافِرِينَ
বাংলা উচ্চারণ: “রাব্বানাগ ফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাওমিল ক্বাফিরীন।”
ইংরেজি উচ্চারণ: “Rabbanag Firlana Junubana wa Israfana fi Amrina wa Chabbit Akkadamana Wanchurna Alal Qawmil Qafirin.”
বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের পাপসমূহ ক্ষমা কর এবং আমাদের দোষত্রুটি থেকে আমাদের রক্ষা কর এবং আমাদের কর্মকাণ্ডে দৃঢ়তা দান কর এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।
ইংরেজি অর্থ: Our Lord, forgive us our sins and our excesses in our conduct, and make firm our feet and give us victory over the disbelieving people.


১৫. ক্ষমা ও রহমতের দোয়া

আরবি: رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
বাংলা উচ্চারণ:
ইংরেজি উচ্চারণ: “Rabbana la to’akhidhna in naseena aw akhta’na”
বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুল করে থাকি অথবা ভুলে যাই, তবে আমাদের শাস্তি দিও না।
ইংরেজি অর্থ: Our Lord, do not impose blame upon us if we forget or make a mistake.

My Self Confidence Takes Me Forward!


Sharing Is Caring:          

Leave a Comment